ঈদের দিন পর্যন্ত মহাসড়কে কাজ করবে পুলিশ :  অতিরিক্ত আইজিপি

Looks like you've blocked notifications!
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান। ছবি : এনটিভি

ঈদের আর মাত্র ২-৩ দিন বাকি থাকলেও এবার স্বাচ্ছন্দ্যময় এক ঈদযাত্রা লক্ষ করছি। এই ধারাবাহিকতাটাই শেষ পর্যন্ত ধরে রাখতে চাই। আশা করা হচ্ছে গতবারের তুলনায় এবারের ঈদযাত্রা আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হবে। ঈদের দিন পর্যন্ত আমরা সবাই মাঠে কাজ করে যাব বলে মন্তব্য করেছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।

আজ রোববার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় সাংবাদিকদের হাইওয়ে পুলিশের প্রধান এসব কথা বলেন।

হাইওয়ে পুলিশের প্রধান বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনার জন্য সবসময় কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আর ঈদে সবসময় দুর্ঘটনার একটা শঙ্কা থাকে। এই সময় মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেশি থাকে। ঈদের আগের চেয়ে ঈদের পর দুর্ঘটনা বেশি ঘটে। যানবাহন চালকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তারা যেন ট্রাফিক নিয়মগুলো মেনে চলে। আমরা দ্রুতগতিতে যেন চলাচল না করি। মুহূর্তের তাড়াহুড়ার কারণেই যানজট সৃষ্টি হতে পারে, আবার দুর্ঘটনাও ঘটতে পারে।

হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান আরও বলেন, ঈদের পর ফাঁকা সময়ে লক্ষ করা যায় আমাদের কিশোর ছেলেরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে থাকে। এর মাধ্যমে অনেক তরুণের প্রাণহানি ঘটে। যার ড্রাইভিং লাইসেন্স নেই সে যেন কোনোভাবেই গাড়ি নিয়ে না বের হয়। মহাসড়কে আমরা সবসময় কঠোর থাকব। যেসব মহাসড়কে যানজট সৃষ্টি হতে পারে, সেখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সবার সমন্বয়ে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক মো. মাহফুজুর রহমান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক, কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন প্রমুখ।