বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলেই ব্যবস্থা : দুদক আইনজীবী

Looks like you've blocked notifications!

দুর্নীতির তথ্য-উপাত্ত হাতে পেলে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান।

আজ সোমবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নে আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, কমিশন থেকে বলাই আছে, যেসব তথ্য আসবে সেগুলো যদি যৌক্তিক এবং বিশ্বাসযোগ্য হয় তবে কমিশন (দুদক) ব্যবস্থা নেবে। এখানে বেনজীরকে নিয়ে কালের কণ্ঠের প্রতিবেদন অনেক যাচাই-বাছাইয়ের বিষয় রয়েছে। এ ধরনের বিষয়গুলো অ্যানালাইসিস করে তারপর এগোতে হবে।

দুদক আইনজীবী আরও বলেন, পত্র-পত্রিকায় খবর আসতে পারে। দেখতে হবে সেগুলো পত্রিকায় প্রকাশিত খবর কতটা বিশ্বাসযোগ্য ও সত্য কিনা। একটা তথ্য-উপাত্ত যখন পত্র-পত্রিকায় আসে, তখন সে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে সময় লাগে। আমাদের অপেক্ষা করতে হবে। তথ্য সংগ্রহ করতে হবে, দেখতে হবে বিশ্বাসযোগ্য কোনটা। এখানে ব্যক্তি মুখ্য না, মুখ্য হলো তথ্য।

এদিকে সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার নিয়ে সম্প্রতি দুই পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কালের কণ্ঠ। ‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’ শিরোনামে প্রথম প্রতিবেদনটি প্রকাশ পায় গত ৩১ জানুয়ারি। এ প্রতিবেদন প্রকাশের দুই দিনের মাথায় আরেকটি প্রতিবেদন প্রকাশ করে কালের কণ্ঠ। ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে গত ২ এপ্রিল এ প্রতিবেদন প্রকাশ করা হয়।