মন্ত্রিসভায় খসড়া অনুমোদন

আমদানি-রপ্তানি সহজ করতে হচ্ছে লজিস্টিক নীতি

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডি 

যাবতীয় বাধা দূর করে আমদানি-রপ্তানি সহজ করতে জাতীয় লজিস্টিক নীতি করছে সরকার। আমদানি-রপ্তানিতে খরচ কমানো ও আধুনিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব করবে প্রস্তাবিত এ নীতিমালা।

আজ সোমবার (৮ এপ্রিল) মন্ত্রিসভার এ সংক্রান্ত নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।  

সচিব বলেন, আমদানি-রপ্তানির সার্বিক কার্যক্রম কোনোটা সরকারি, কোনোটা বেসরকারি, কোনোটা পিপিপি পদ্ধতিতে হবে। অবকাঠামোসহ যোগাযোগ খাত উন্নত করা, জিপিএস ট্র্যাকিং ও কানেক্টিভিটি হাব তৈরি, মজুত সক্ষমতা বাড়ানোর নির্দেশনাও রয়েছে নীতিমালায়।

সচিব বলেন, আমদানি-রপ্তানির সাথে ১০৬ ধরনের পেশা যুক্ত এবং এর মধ্যে ৫৪ ধরনের পেশার প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও বাকি ৫২ ধরনের পেশার প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় সেই ব্যবস্থা করতেও নির্দেশনা রয়েছে নীতিমালায়।

এছাড়াও আজকের মন্ত্রিসভার বৈঠকে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ ও কাতারের মধ্যে কাস্টমস সংক্রান্ত প্রশাসনিক সহযোগিতা ও জাহাজ চলাচল বিষয়ক চুক্তির অনুমোদনও দেওয়া হয়।