টাঙ্গাইলে মহাসড়‌কে যানজট এড়া‌তে আঞ্চলিক সড়‌ক ব্যবহার

Looks like you've blocked notifications!
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের বেড়েছে যানবাহনের চাপ। ছবি : এনটিভি

টাঙ্গাইলে মহাসড়‌কে যানজট এড়া‌তে প‌রিবহণগু‌লো আঞ্চলিক সড়‌কে দি‌য়ে চলাচল করায় চাপ বে‌ড়ে‌ছে। এতে ভুঞাপুর-এলেঙ্গা-বঙ্গবন্ধ‌ু সেতু আঞ্চ‌লিক সড়‌কের কোথাও কোথাও ধীরগ‌তিতে চলাচল কর‌ছে ঢাকাগাম‌ী প‌রিবহণগু‌লো।

আজ সোমবার (৮ এপ্রিল) সন্ধ‌্যা থে‌কে ভুঞাপুর-এলেঙ্গা-বঙ্গবন্ধ‌ু সেতু সড়‌কে এমন প‌রি‌স্থিতির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব গোলচত্বর পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়ক‌টি দুই লে‌নের হওয়ায় মহাসড়কে যানজট এড়া‌তে শুধু ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী প‌রিবহণগু‌লো চলাচ‌লের জন‌্য দুই লেন ব‌্যবহার করা হ‌চ্ছে। অন‌্যদি‌কে ঢাকাগামী প‌রিবহণগু‌লো সেতুর গোলচত্বর থে‌কে বঙ্গবন্ধু সেতু-ভুঞাপুর-এলেঙ্গা সড়‌কে ঘু‌রি‌য়ে দেওয়া হ‌চ্ছে। প‌রিবহণগু‌লো ২৯ কি‌লো‌মিটার ওই সড়ক দি‌য়ে যাওয়ায় প‌রিবহ‌ণের চাপ বে‌ড়ে‌ছে। এতে সড়ক‌টির কোথাও কোথাও ধীরগ‌তিতে চল‌ছে প‌রিবহণ।

এদি‌কে সন্ধ‌্যার পর থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব মহাসড়‌কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার অং‌শে প‌রিবহ‌ণের চাপ বে‌ড়ে‌ছে। ত‌বে কোথাও যানজটের সৃ‌ষ্টি হয়‌নি। এলেঙ্গা বাসস্ট‌্যান্ড এলাকায় বহুযাত্রী প‌রিবহ‌ণের জন‌্য অপেক্ষা কর‌ছে। গণপ‌রিবহন না পে‌য়ে কেউ কেউ প‌রিবার নি‌য়ে খোলা ট্রাক ও পিকআপে চে‌পে বা‌ড়ি‌তে রওনা দি‌য়ে‌ছে। প‌রিবহণ সংকটের কার‌ণে বা‌সে বাড়‌তি ভাড়া আদায় করা হ‌চ্ছে ব‌লে অ‌ভি‌যোগ যাত্রী‌দের।

মহাসড়‌কে দা‌য়িত্বরত পুলিশ সদস‌্য আফজাল জানান, বি‌কে‌লের পর মহাসড়‌কে প‌রিবহণের চাপ বে‌ড়ে‌ছে। ত‌বে ধীরগ‌তি বা যানজট নেই। সন্ধ‌্যার পর রা‌তে আরও বে‌শি হ‌বে প‌রিবহণের সংখ‌্যা।