বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের পিটুনিতে চালক-সুপারভাইজার নিহত

Looks like you've blocked notifications!

ঈদে ঘরমুখো যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া চাওয়ায় আশুলিয়ায় গণপিটুনিতে মারা গেছেন দুই পরিবহণ শ্রমিক। আজ সোমবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড সংলগ্ন মোজারমিলে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইতিহাস পরিবহণের চালক সোহেল রানা বাবু (২৬) ও সুপারভাইজার হৃদয় (৩০)। নিহত সোহেলের বাড়ি গাজীপুরের টঙ্গী ও হৃদয়ের বাড়ি ময়মনসিংহ ফুলপুরে বলে জানা গেছে।

আজ সোমবার (৮ এপ্রিল) রাতে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে বাসের চালক সোহেল রানা বাবু ও সুপারভাইজার হৃদয়য়ের সাথে বাকবিতণ্ডায় জড়ায় যাত্রীরা। এসময় যাত্রীরা তাদের দুজনকে মারধর করলে গুরুতর আহত অবস্থায় তাদের গাজীপুরের কাশিমপুরের শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।