নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে গোসল করতে নেমে মারা যাওয়া শিশু রাবেয়া। ছবি : পরিবার থেকে পাওয়া

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু রাবেয়ার (৫) মরদেহ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শিয়েরবর গ্রামের মধুমতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নদীতে গোসল করতে নেমে রাবেয়া নিখোঁজ হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

রাবেয়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামের মো. হিরু মোল্যার মেয়ে।

নিহত রাবেয়ার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে স্থানীয় শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে যায় রাবেয়া। পরে সন্ধ্যা গড়িয়ে গেলেও রাবেয়া বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নদীর পাড়ে ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরি দল ঘটনাস্থলে যায়। কিন্তু রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান চালাতে পারেনি তারা। পরে আজ সকালে স্থানীয়রা রাবেয়ার মরদেহ নদীতে ভাসতে দেখে। এরপর পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগ উজ্জামান বলেন, গতকাল সন্ধ্যার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে রাত হয়ে যাওয়ায় ডুবুরিরা উদ্ধার অভিযান চালাতে পারেনি। আজ উদ্ধার অভিযান হওয়ার কথা ছিল। কিন্তু সকালে ঘটনাস্থলেই তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেছে বলে জানতে পেরেছি।

ওসি কাঞ্চন কুমার রায় বলেন, নিখোঁজের একদিন পর শিশুটিকে মৃত অবস্থায়  নদীতে পাওয়া গেছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।