জাতীয় ঈদগাহে নারীদের নামাজ আদায়

Looks like you've blocked notifications!
জাতীয় ঈদগাহে বৃহস্পতিবার সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় 

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে পর্দা ব্যবহার করে পৃথকভাবে দাঁড়িয়ে ঈদের নামাজে অংশ নিয়েছেন নারীরা।

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঈদের এ জামাত অনুষ্ঠিত হয়। এতে বরাবরের মতো পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন।

পুরুষের পাশাপাশি ঈদের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহ ময়দানে নারীদের জন্য বিশেষ জায়গার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে উল্লেখযোগ্য সংখ্যক নারী ঈদের নামাজে অংশ নেন।

ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতারা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে করে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতিও মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।