ভাষানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ এক নারীর মৃত্যু

Looks like you've blocked notifications!
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

রাজধানীর মিরপুরের ভাষানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মেহেরুন্নেসা (৬৫)।

আজ শনিবার (১৩ এপ্রিল) সকাল আটটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, ‘গতকাল ভোরে মিরপুরের ভাষানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ছয়জনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মেহরুন্নেসা চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান। তার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল।’

ডা. তরিকুল ইসলাম বলেন, ‘বাকিদের মধ্যে সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ, লিজা ৩০ শতাংশ ও সুজন ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।’ 

গতকাল শুক্রবার ভোরে ভাষানটেক ১৩ নম্বর কালবার্ট রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। মশার কয়েল ধরাতে গেলে গ‍্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয় বলে জানা গেছে।