তীব্র তাপদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি!

Looks like you've blocked notifications!
তীব্র তাপদাহের পর অবশেষে আজ শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। ছবি : এনটিভি

দুই দিনের তীব্র তাপদাহের পর অবশেষে রাজধানীর বিভিন্ন এলাকায় নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। একইসঙ্গে শুরু হয় ঝড়ো হওয়ার সাথে শিলা বৃষ্টি। দীর্ঘদিন পর রাজধানীতে বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি নেমে এসেছে। এ বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এলো রাজধানীবাসীর জন্য। তীব্র রোদ আর গরমে হাঁসফাঁস করা মানুষ একটু দম নেওয়ার সুযোগ পেল যেন।

আজ শনিবার (১৩ এপ্রিল) বিকেল পৌনে ৩টার পর থেকেই ভারী হতে থাকে রাজধানীর আকাশ। তিনটার দিকে দমকা হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি।

এর আগে আজ অন্যান্য দিনের মতোই সকাল থেকে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলজুড়ে রোদ ছিল। সঙ্গে ভ্যাপসা গরমের অনুভূতি ছিল। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলও ৩৮ ডিগ্রি সেলসিয়াসের অনুভব হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস

আবহাওয়া অধিদপ্তর কর্মকর্তা ওমর ফারুক জানায়, তাপমাত্রার এ প্রবণতা আরও বাড়বে। এটি কয়েকদিন থাকবে। মাঝে মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে।