সরকার সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে : রিজভী

Looks like you've blocked notifications!
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ রোববার রাজধানীর নয়াপল্টনে জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে  বক্তব্য দেন। ছবি : এনটিভি

পহেলা বৈশাখ নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাংলা নববর্ষ উপলক্ষে আজ রোববার (১৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন-জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আরও বলেন, সরকার সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে।

রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন—বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। মূলত ওয়ায়দুল কাদের তলে তলে প্রভুদের খুশি করতে চাইছেন। তার বক্তব্য উদ্দেশমূলক।

সরকার সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে মন্তব্য করে রিজভী। একইসঙ্গে ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে প্রশ্ন করেন, ‘আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? বিএনপি এক হাজার ইফতার পার্টি করতেই পারে। গরিব-দুঃখীদের নিয়ে ইফতার করেছে। কিন্তু ভারত থেকে নায়ক-নায়িকা নিয়ে এসে পার্টি করেন, ওখানে টাকা খরচ হয় না?’

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভাষা, সংস্কৃতি, স্বাধীনতার নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।