জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু ২ মে

Looks like you've blocked notifications!

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২ মে শুরু হচ্ছে। ওই দিন বিকেল ৫টার দিকে সংসদের বৈঠক শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। 

সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন সপ্তাহ খানেক চলতে পারে বলেও জানা গেছে। এরপর জুনে বসবে সংসদের বাজেট অধিবেশন। 

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯টি সংসদীয় আসনে আওয়ামী লীগ পায় ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পায় ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। এক প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোট হলে আওয়ামী লীগের আসন আরেকটি বেড়ে ২২৪টিতে দাঁড়ায়। গত ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেসন বসে যা ৫ মার্চ পর্যন্ত চলে।