অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ২৬ চিকিৎসক

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৬ বিশেষজ্ঞ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত মঙ্গলবার (৯ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ২৬ কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি বা বদলি করা হলো। তাদের বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ এ ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ২৩ এপ্রিলের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৪ এপ্রিল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন তারা। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।