অপহরণের পর নির্যাতনের শিকার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আইসিইউতে, গ্রেপ্তার ২

Looks like you've blocked notifications!
নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

অপহরণের পর নির্যাতনের শিকার দেলোয়ার হোসেনকে গতকাল মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় তিনি নির্যাতনের শিকার হন। আর নির্যাতনের ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দিনগত রাতে সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাবু ও সুমন নামে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) জানিয়েছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

এর আগে গতকাল রাতে আহত চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনের ভাই মজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে নাটোর থানায় মামলা করেন।

গতকাল সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সিংড়া উপজেলার চেয়ারম্যান পদে অনলাইনে নিজের মনোনয়নপত্র জমা দেন দেলোয়ার হোসেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রকাশ্যে তাঁকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহন ও তাঁর সহযোগীরা। বিষয়টি জানার পর পুলিশ তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে। এরপর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম মাইক্রোবাসে করে তাঁকে গুরুতর আহত অবস্থায় তাঁর বাড়ি সিংড়া উপজেলার পারসাঁঐল গ্রামের বাড়ির সামনে রেখে আসেন। সেখান থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

ওই উপজেলায় চেয়ারম্যান পদে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল মনোনয়নপত্র জমা দিয়েছেন।