নাটোর পৌরসভা চত্বরে সংঘর্ষে নিহত ১, কাউন্সিলরসহ দুজন আটক

Looks like you've blocked notifications!
নাটোর পৌরসভা। ছবি : এনটিভি

নাটোর পৌরসভা চত্বরে দুই পক্ষের সংঘর্ষে শিশির নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন হাসু নামে একজন। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ঠিকাদারি কাজের টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আটক করা হয়েছে ৫নং ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও আহত হাসুকে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান, পুরোনো একটি ঠিকাদারি কাজের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান হিরোর সঙ্গে বিরোধ চলছিল একই ওয়ার্ডের যুবলীগ সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসুর। এ নিয়ে আজ দুপুরে পৌর কার্যালয় চত্বরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হাসু ও হিরোর সমর্থক শিশির একে অপরের ওপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় উভয়রকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও আহত হাসুকে আটক করা হয়েছে।