খাবার খেতে না চাওয়ায় মারধর, প্রাণ গেল ৫ বছরের শিশুর

Looks like you've blocked notifications!
হাজারীবাগ থানার ফাইল ছবি

খাবার খেতে চাচ্ছিল না মেয়ে। পরে মারধর করেন মাদকাশক্ত বাবা। জান্নাতুল নামে পাঁচ বছরের ওই শিশুকে পরে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যায় শিশুটি। শিশুটির মামা রাহাত এমনটা দাবি করেছেন। 

গতকাল সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের বৌবাজার এলাকায় ঘটে এ ঘটনা। ওদিনই রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি। এ ঘটনায় শিশুর বাবা রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তিনি পেশায় লেগুনাচালক। আর নিহত জান্নাতুল তার একমাত্র সন্তান।

জান্নাতুলের মামা রাহাত বলেন, শিশুর বাবা রাসেল মাদকাসক্ত ছিলেন। সন্ধ্যার দিকে বাসায় এসে মেয়েকে খাবার দিচ্ছিলেন তিনি। কিন্তু মেয়ে খাবার খেতে না চাইলে বিরক্ত হয়ে তাকে মারধর করেন। পরে মেয়ে কান্নাকাটি করলে তার মাথা দেওয়ালের সঙ্গে আঘাত করে রক্তাক্ত করেন বাবা।

এ সময় শিশুর চিৎকার শুনে তার মা ও প্রতিবেশীরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাদির শাহ বলেন, জান্নাতুল মাথায় গুরুতর আঘাত পেয়েছে। পড়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।