সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ আমজাদ হোসেনের মৃত্যু

Looks like you've blocked notifications!
আজ মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। ছবি : এনটিভি

সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ আমজাদ হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গতকাল সোমবার রাত ৯টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে মারাত্মক দগ্ধ চারজনের একজন ছিলেন আমজাদ হোসেন। ওই ঘটনায় দগ্ধরা হলেন-আদ্রিতা ফেব্রিক্স এন্ড টেইলার্স মালিক ইউসুফ (৪৫) ও তার বন্ধু নাহিদ (৪৩), আমজাদ (৬০) ও বাবুল (৪৫)।  

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যারহাউস হাউজ ইন্সপেক্টর মেহরুল ইসলাম বলেন, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে স্থানীয়রা ততক্ষণে আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে জানা যায়, এসির থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও বিস্ফোরণে তিনটি দোকানে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদের মধ্যে আজ একজন মারা যান।