রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

Looks like you've blocked notifications!
ফায়ার সার্ভিস। ফাইল ছবি

রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর একটার সময় আগুন নিয়ন্ত্রণে আসে। দেড়টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

দুপুরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাড়ে ১২টার দিকে বনশ্রী সি ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লাগার খবর পাই। এরপর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে।’

লিমা খানম আরও বলেন, ‘১০তলা ভবনের নিচতলায় লাগা আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের সংবাদও পাওয়া যায়নি। তবে, আগুন লাগার পর ওই ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’