ভুয়া সিআইডি পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার 

Looks like you've blocked notifications!
নওগাঁর ধামইরহাটে সিআইডি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

নওগাঁর ধামইরহাটে সিআইডি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার রূপনারায়ণপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা যুবকের নাম রেজওয়ানুল আহমেদ পিয়াল (২৫)। তাঁর বাড়ি বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সদরে।

ভুক্তভোগী মানুয়েল তপন বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে ২৯ হাজার ৫৩৮ টাকা নেয় এবং আরও টাকা দাবি করলে স্থানীয় জনতা এই ভুয়া সিআইডি পুলিশ কর্মকর্তাকে চ্যালেঞ্জ করে ধামইরহাট থানায় খবর দেয়। বেশ কিছু দিন ধরে আমার মতো এলাকার অন্য লোকজনের কাছেও বিভিন্ন ফন্দি এঁটে প্রতারণা করে আসছিলেন এই প্রতারক।’

পরে ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ চন্দ্র সরকার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সিআইডি পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক রেজওয়ানুল আহমেদ পিয়ালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 

এ প্রসঙ্গে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, ‘রেজওয়ানুল আহমেদ পিয়াল বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় নিজেকে সিআইডি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন। ভয় ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ধামইরহাট থানায় মামলা হয়েছে।’