চাঁদপুরে মেঘনায় যাত্রীবাহী লঞ্চে আগুন

Looks like you've blocked notifications!
কর্ণফুলী-৩ লঞ্চে আগুন লাগার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত। ছবি : এনটিভি

চাঁদপুরে মেঘনা নদীতে ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে চাঁদপুরের হাইমচরের মাঝেরচর এলাকায় ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলী-৩ লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক শাহাদাত হোসেন বলেন, আগুন লাগার পর লঞ্চটি দ্রুত চরে ভিড়িয়ে দেওয়া হয়। কর্ণফুলী-৩ এর যাত্রীদের কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ফেরত আনা হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। কর্ণফুলী-৪ লঞ্চের মাস্টার মোবারক হোসেন আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহাদাত হোসেন আরও জানান, ফায়ার সার্ভিসসহ আমাদের তদন্ত টিম কাজ করছে। কীভাবে লঞ্চে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কতজন আহত হয়েছে, তা জানা যায়নি।