ক্রিকেট খেলতে না দেওয়ায় দুর্বৃত্তরা কাটল ২০০ গাছ!

Looks like you've blocked notifications!
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামের এক পরিবারের বাগানের গাছ কাটা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছবি : এনটিভি

ক্রিকেট খেলতে না দেওয়ায় রাতের আঁধারে একটি বাগানের বিভিন্ন প্রজাতির ২০০টি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা  ইউনিয়নের তাল্লুক গ্রামের  এ ঘটনা ঘটেছে।

গাছ কেটে ফেলায় বিচারের দাবিতে স্থানীয় মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান না পেয়ে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সেলিম ব্যাপারী। তিনি বাগান মালিকদের একজন।

ক্ষতিগ্রস্ত  কৃষক সেলিম ব্যাপারী  মোতাহার ব্যাপারীর ছেলে।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, তাল্লুক গ্রামের একটি খেলার মাঠের পাশে পৈত্রিক জমিতে সেলিম ব্যাপারী ও পরিবারের লোকজন মিলে ৪০ শতাংশ জমিতে কয়েক বছর আগে বিভিন্ন প্রজাতির ২০০ গাছের চারা রোপণ করেন। চারাগাছ ভেঙে যাওয়ার ভয়ে মাঠে ক্রিকেট খেলতে থাকা লোকজনকে একটু সরে গিয়ে খেলতে বলায় ওই চারাগুলো গত ১০ এপ্রিল রাতের আঁধারে কেটে ফেলে।

স্থানীয় কয়েকজন বলেন, যারা এই অসহায় পরিবারের দুই শতাধিক গাছ কেটেছে প্রশাসনের কাছে আমাদের দাবি তাদের বিচারের আওতায় আনা হোক। তাদের সঙ্গে যে কাজটা করেছে তা আর কারও সঙ্গে যেন আর করতে না পারে। 

স্থানীয় বাসিন্দা সজীব বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা সেলিম ব্যাপারীর বাগানের ফলদ ও বনজ গাছ কেটে ফেলায় আমি দুর্বৃত্তদের শাস্তি ও বিচার দাবি করছি।’

ভুক্তভোগী  সেলিম বলেন, ‘আমাদের বাগানের সঙ্গে খেলার মাঠ রয়েছে। আর আমাদের বাগানে ছোট ছোট চারা রয়েছে। আর এই বাগানে যখন বল খেলে তখন বল আসে  আমরা তাদের বল সরে গিয়ে খেলতে বলায় রাতের আঁধারে আমাদের দুই শতাধিক গাছ কেটে ফেলেছে। পরে স্থানীয় মাতব্বররা মীমাংসা করে দেওয়ার কথা বলে কয়েক সপ্তাহ ঘুরিয়ে আর বিচার করে দেননি। কোনো উপায় না পেয়ে আমরা থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমরা প্রশাসনের কাছে যারা গাছ কাটছে তাদের কঠিন বিচার দাবি করছি।’ 

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, রাতের আঁধারে এক পরিবারের বাগানের গাছ কাটার বিষয়টি জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।