ঢাকায় ১৩ অটোরিকশাচালককে জরিমানা
ঢাকার অভ্যন্তরে প্রবেশ করায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট ১৩টি সিএনজিচালিত অটোরিকশাচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর ও জাতীয় সংসদ ভবন এলাকায় ট্রাফিক তেজগাঁও বিভাগের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাশফাকুর রহমান। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বাইরের অটোরিকশা ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রবেশ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় আইন বহির্ভূতভাবে ঢাকা শহরে প্রবেশ করায় ঢাকার বাইরের ১৩ জন অটোরিকশাচালককে সড়ক পরিবহন আইনে ৪৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করা হয়।