অসুস্থ বিএনপিনেতা সাবুকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

Looks like you've blocked notifications!
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার ধানমণ্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন নাসিরুল হক সাবুকে দেখতে হাসপাতালে যান। ছবি : এনটিভি

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, সাবেক সংসদ সদস্য চিকিৎসাধীন নাসিরুল হক সাবুকে দেখতে হাসপাতালে গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ধানমণ্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন সাবু দেখতে যান মির্জা ফখরুল।

দীর্ঘ দিন ধরে হৃদরোগ ও নিউমোনিয়ায় ভুগছেন সাবু। বিএনপি মহাসচিব অসুস্থ সাবুর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামসহ স্থানীয় নেতাকর্মীরা।