২৯ অক্টোবর বাসে আগুন দিয়ে হত্যায় আরও একজন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম লোগো

রাজধানীর ডেমরায় অছিম পরিবহণের বাসে আগুন দিয়ে মানুষ মারার ঘটনায় আসামিদের গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

ডিসি ফারুক হোসেন বলেন, গত বছরের ২৯ অক্টোবর ডেমরায় অছিম পরিবহণে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া আসামিদের ব্যবহৃত গাড়িও জব্দ করা হয়েছে বলে জানান ডিসি ফারুক।