বাগেরহাটে বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ৬
বাগেরহাটের কার্গো থেকে বালু তোলার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। আজ শনিবার (১১ মে) জেলার শরণখোলা উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন—বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামের শেখ মিলন (৪০) ও পিরোজপুর সদরের বালিপাড়া গ্রামে মোস্তফা (৫৫)।
এ ঘটনায় আহতরা হলেন—রাসেল গাজী (৩০), বাবুল সওদাগার (৪৫), খোকন গাজী (৪২), সোহেল তালুকদার (৩০) ও জলিল হাওলাদার (৪৫)।
ওসি এইচ এম কামরুজ্জামান বলেন, ‘আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় কার্গো থেকে বালু তুলছিল কয়েকজন শ্রমিক। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যায়। আহত হন আরও ছয়জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’