সম্মেলন শেষে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা বিএনপির নতুন কমিটি
গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কাশিয়ানীর উপজেলার মাঝিগাতী গ্রামে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এবং মুকসুদপুর প্রভাকরদি গ্রামে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দুটি উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১১ মে) কাশিয়ানী উপজেলার মাঝিগাতী গ্রামের বিএনপির এ দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। সম্মেলন উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান।
কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম এবং গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিন।
সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন বেগম, সহ-সভাপতি রাহেলা বেগম, সাংগঠনিক সম্পাদক আফরোজা খাতুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদুল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কাশিয়ানী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সেলিম শেখ, বিএনপিনেতা মোস্তফা কামাল বকুল লস্কর, শফিকুল ইসলাম, গোলাম রাব্বানী, কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, সাবেক ছাত্রদল নেতা বিল্লাল খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফুরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, ছাত্রদলের সদস্য সচিব সুজাউদ্দিন সিকদার অপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সোহেল প্রমুখ।
পরে মো. গোলাম মোস্তফাকে সভাপতি এবং শেখ মো. সেলিমকে সাধারণ সম্পাদক করে কাশিয়ানী উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
এদিন বিকেলে মুকসুদপুর উপজেলার প্রভারকদি গ্রামে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে মুকসুদপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম খান। সঞ্চালক ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম রাজু।
সম্মেলন শেষে আব্দুস সালাম খানকে সভাপতি ও তরিকুল ইসলাম রাজুকে সাধারণ সম্পাদক করে মুকসুদপুর উপজেলা বিএনপির কমিটি এবং আবুল বাশার বিশ্বাস টুলটুকে সভাপতি ও মশিউর রহমান মিন্টুকে সাধারণ সম্পাদক করে মুকসুদপুর পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।