কালশীতে পুলিশ বক্সে আগুন, যান চলাচল বন্ধ, গুলিবিদ্ধ ১
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে এবার রাজধানীর মিরপুরের কালশীতে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে এবার রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা।
আজ রোববার (১৯ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। এটি ট্রাফিক পুলিশের একটি বক্স। আমরা ঘটনাস্থলে আছি, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
এর আগে রপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ব্যাটারিচালিত রিকশার চালকরা। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে আন্দোলনরত রিকশাচালকরা। সংঘর্ষের ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ রোববার (১৯ মে) বিকেল পৌনে তিনটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সির সাব্বির এ তথ্য জানিয়ে বলেন, প্রায় চার ঘণ্টা অবরোধের কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রীরা দুর্ভোগে পড়েন। আড়াইটার পর একপাশ দিয়ে বাস চলাচল শুরু করলে তিনটি বাস ভাঙচুর করে অটোরিকশা চালকরা।
ওসি জানান, সংঘর্ষের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্বিগ্বিদিক হয়ে মানুষ এদিক-সেদিক ছুটতে থাকেন। বিকেল তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। তবে পুলিশের বাধায় তারা একপর্যায়ে সেখান থেকে সরে যায়। এর আগে সকালে ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে লাঠি হাতে মিরপুরে সড়ক অবরোধ করেন চালকরা। তাদের অবস্থানের ফলে মিরপুরজুড়ে তীব্র যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।