‘বঙ্গবন্ধু শান্তি পদক’ চালু করতে মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’নামে একটি বিশেষ পদক চালু করতে যাচ্ছে সরকার। পদকের মূল্যমান এক লাখ ডলার বা সমমূল্যের অর্থ, ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি ৫০ গ্রাম ওজনের একটি মেডেল এবং একটি সনদ দেওয়া হবে।
আজ সোমবার (২০ মে) মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু জুলি ও কুরি পদক লাভ করেন। গত বছর এ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’নামে একটি বিশেষ পদক চালু করার সিদ্ধান্ত হয়।
পদকের জন্য যোগ্য ব্যক্তি কেমন হবেন, তা উল্লেখ করে সচিব বলেন, আন্তর্জাতিকভাবে খ্যাতনামা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিংবা আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন ও জীবন-বৈচিত্র্য নিয়ে ভূমিকা রেখেছেন বা ওইরকম কোনো প্রতিষ্ঠান এ পদক পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে একটি জুরি বোর্ড থাকবে যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান বাচাই করার জন্য।
সচিব বলেন, কোনো ব্যক্তি নিজের নাম নিজে প্রস্তাব করতে পারবেন না। নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের দূতাবাস বা কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থা নাম প্রস্তাব করবে। প্রতি দুই বছর পরপর এ পদক দেওয়া হবে। ১৭ মার্চ আবেদন গ্রহণের শেষ তারিখ থাকবে এবং ২৩ মে বা এর নিকটবর্তী কোনো সময়ে পদক প্রদান করা হবে।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ এ পদক প্রদান অনুষ্ঠানের সাচিবিক দায়িত্ব পালন করবে আর অর্থ মন্ত্রণালয় অর্থের যোগান দেবে।