ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শেষে নৌযান চলাচল স্বাভাবিক
ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শেষ হওয়ায় আবহাওয়া সংকেত অনুসরণ করে ঢাকা নদীবন্দর হতে অভ্যন্তরীণ নৌপথের লঞ্চগুলোর চলাচল পুনরায় শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ মে) বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘রিমাল’ স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরের পর এটি বাংলাদেশের ভূখণ্ড ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলে চলে যাবে।
আব্দুর রহমান বলেন, ‘উপকূলীয় এলাকা এখন অশান্ত রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’
এই আবহাওয়াবিদ জানান, আজ ভোর ৬টা পর্যন্ত ঢাকায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ অঞ্চলে আজ ও আগামীকাল বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘রিমাল প্রবল ঘূর্ণিঝড় ছিল, আইলার মতো ট্র্যাক অনুসরণ করেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে, তবে তাপপ্রবাহ হবে না।’
মৌসুমি বায়ু প্রবাহের কারণে সামনের দিনগুলোতে বৃষ্টিপাত বাড়বে বলেও জানান এই আবহাওয়াবিদ।