প্রশাসনে ‘রাইট ম্যান রাইট প্লেস’ পদ্ধতি অনুসরণ হচ্ছে : জনপ্রশাসনমন্ত্রী
জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রশাসনের উচ্চ পদগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ থেকে সরকার সরে এসেছে। এখন মেধাবী কর্মকর্তারা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি পেয়ে গুরুত্বপূর্ণ পদে বসছেন। তিনি বলেন, ‘আমরা এখন রাইট ম্যান রাইট প্লেস পদ্ধতি অনুসরণ করছি।’
আজ মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন জনপ্রশাসনমন্ত্রী।
মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘অনেক সময় মামলার কারণেও আমরা শূন্য পদে নিয়োগ দেওয়া সম্ভব হয় না। গত জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এখন এ ধারা থেকে বেরিয়ে আসছি।’
বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দিন মাহতাবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।