মহানবী (সা.)কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার
দিনাজপুরের বীরগঞ্জে হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক কথা লেখার ঘটনায় শাওন রায় (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ বুধবার (৫ জুন) সকালে বীরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড নিবাসী মোতাছিম বিল্লাহর সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
বীরগঞ্জ থানা পুলিশ জানায়, পৌর শহরের ৪ নং ওয়ার্ডের কুমারপাড়া আরিফ বাজার মহল্লার মাধব চন্দ্র রায়ের ছেলে শাওন রায়ের ফেসবুক আইডির মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত হেনে গত রোববার রাত ৯টার দিকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে কটুক্তি করা হয়। বিভিন্ন ছবিসহ সেই লেখাটি মুহূর্তেই বিভিন্ন মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কৌশলে এলাকাবাসীর সহায়তায় শাওনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় আজ দুপুরে বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে মোতাছিম বিল্লাহ বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, স্থানীয়রা শাওনকে আটক করে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি সঠিকতা নিরুপণে কাজ করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বভাবিক রয়েছে।