গুলশানে কনস্টেবল হত্যা : চুপচাপ থাকতেন কাউসার
রাজধানীর গুলশানের বারিধারা কূটনৈতিক এলাকায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে সহকর্মীকে গুলি করা কনস্টেবল কাউসার আহমেদ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে ধারণা পুলিশের। গত পাঁচ-ছয় দিন ধরে কাউসারকে খুব চুপচাপ থাকতে দেখা গেছে। কথা বলতেন না অন্য সহকর্মীদের সঙ্গেও।
আজ রোববার (৯ জুন) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকার এ তথ্য জানিয়েছেন।
আরিফুল ইসলাম সরকার বলেন, ‘কাউসার আহমেদ পাঁচ-ছয় দিন ধরে চুপচাপ ছিলেন। মানুষের সঙ্গে খুব একটা কথা বলতেন না। সহকর্মীদের সঙ্গেও তেমন কথা বলছিলেন না। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন কিনা, তা আমরা আরও ভালোভাবে খতিয়ে দেখব।’
গতকাল শনিবার (৮ জুন) দিনগত রাত ১২টার দিকে রাজধানীর গুলশানের বারিধারা কূটনৈতিক এলাকায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে এক পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কনস্টেবল কাউসার আহমেদকে গুলশান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনার তদন্তে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ঘটনার সময় মানসিক বিকারগ্রস্ত ছিলেন কনস্টেবল কাউসার। তবে, তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।