উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জন নিহত
কক্সবাজারের উখিয়ায় পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৯ জন নিহত হয়েছে। আজ বুধবার (১৯ জুন) ভোরে ৮, ৯, ১০ ও ১৪ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পৃথক এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
উখিয়া ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, গতকাল মঙ্গলবার থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। আজ ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর কয়েকটি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে রোহিঙ্গা নাগরিকদের বেশ কয়েকটি ঘর মাটি চাপা পড়ে যায়।
আমির জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, এপিবিএন পুলিশসহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে। পাহাড় ধসে ১০ নম্বর ক্যাম্পের সি-৩ ব্লকের চারজন, ৯ নম্বর ক্যাম্পের আই-৪ ব্লকের দুইজন ও ৮ নম্বর ক্যাম্পের দুইজন রোহিঙ্গা নাগরিক মারা যায়। এ ছাড়া ১৪ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পালংখালী ইউনিয়নের এক বাসিন্দার বাড়িতে পাহাড় ধসে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন ক্যাম্পে একাধিক পাহাড় ধসে প্রাথমিকভাবে আটজন রোহিঙ্গা নাগরিকের মৃত্যু এবং ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পালংখালী ইউনিয়নের এক বাসিন্দার বাড়ি ধসে এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো উদ্ধার তৎপরতা চলছে।