হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযানে পুলিশ, নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা
যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার আইনত নিষিদ্ধ। তবুও কিছু গাড়িতে মনসংযোগ নষ্ট করা বিকট আওয়াজের এ যন্ত্রটি ব্যবহার হচ্ছে। স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এই হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে মাঠে নেমেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক। মতিঝিল বিভাগের তিন জোনে একযোগে তারা শুরু করেছে অভিযান। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযানে নেমেছে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ। অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার মতিঝিল বিভাগের তিন জোনে একযোগে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রবণশক্তি হারানো, বধির হওয়া, ঘুমে ব্যাঘাত ঘটা, হাইপার টেনশন হওয়া, পড়াশুনায় ব্যাঘাত ঘটা, বয়স্কদের জন্য অধিকতর বিরক্তির উদ্রেক করা, কোমলমতি শিশুদের জন্য তীব্র যন্ত্রণা, হাসপাতালের সম্মুখ রোগীদের জটিলতা বৃদ্ধিসহ গর্ভবর্তী নারীরা এ বিকট শব্দের স্পর্শে আসলে বিকলাঙ্গ শিশুরও জম্ম দেওয়ার সম্ভাবনা থাকে। মনোযোগ বিকর্ষণ, কর্ণগহ্বরে দাহ্য, মানসিক ভারসাম্য হারানোসহ হার্ট অ্যাটাক, এমনকি স্ট্রোক পর্যন্ত ঘটায় এ সর্বনাশা হাইড্রোলিক হর্ন।
ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে, কারও বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা, সে তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।