১৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কাজলসহ গ্রেপ্তার ৩
১৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত নাজমুল ইসলাম কাজল নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। একইসঙ্গে আরও দুজনকে গ্রেপ্তার করেছে তারা। এদের মধ্যে একজন নারী।
গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী জেলার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০। আজ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে সোহেল।
গ্রেপ্তার অন্য দুজন হলেন—তাওহিদুল ইসলাম রাফিদ (২১) ও বর্ষা খাতুন (১৯)।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে এক হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়। তিন হনের বিরুদ্ধে মাদক মামলা করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
এম. জে সোহেল জানান, নাজমুল ইসলাম কাজল একজন আন্তজেলা মাদক কারবারি ও অপরাপর আসামিরা চিহ্নিত মাদক কারবারি। তারা দেশের সীমান্তবর্তী জেলার বিভিন্ন বর্ডার এলাকা থেকে চোরাই পথে মাদকদ্রব্য এনে ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ী জেলাসহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করতেন। কাজলের নামে কুষ্টিয়া জেলার সদর ও রাজবাড়ী জেলার পাংশা ও গোয়ালন্দঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ছাড়া তিনি মাদক মামলায় একটি ১৫ বছরের সাজা ওয়ারেন্টপ্রাপ্ত। তার নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। বারবার গ্রেপ্তার হবার পরও তিনি জামিনে মুক্ত হয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে মাদক কারবার অব্যাহত রেখেছিলেন।