মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত ফুলগাজীর চার গ্রাম
দুই দিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধের তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে জেলার ফুলগাজী সদর ইউনিয়নের চারটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে।
গতকাল সোমবার (১ জুলাই) বাঁধের ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর এলাকার তিনটি স্থানে এ ভাঙন দেখা দেয়। চারটি গ্রাম ছাড়াও ফুলগাজী বাজার ও ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক প্লাবিত হয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, ফুলগাজী উপজেলার দৌলতপুরে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া বরইয়া, ঘনিয়ামোড়া এলাকায় বাঁধের অংশে ভাঙনের শঙ্কা রয়েছে। নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি না কমা পর্যন্ত ভাঙন মেরামত করা সম্ভব নয়।
এ বিষয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, নদীর পানিতে ইতোমধ্যে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। এ ছাড়া উপজেলার আমজাদহাট ইউনিয়নের গইয়াছড়া এলাকায় কহুয়া নদীর পানি প্রবেশ করছে। দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবারসহ অন্যান্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।
এ ছাড়া গতকাল সোমবার (১ জুলাই) ঘনিয়া মোড়া তালতলায় কহুয়া নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে দেওয়াল ধসে মামুন (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। সে ফুলগাজীর সদর ইউনিয়নের কিসমত ঘনিয়া মোড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। ইউএনও তানিয়া ভূঁইয়া মামুনের মারা যাওয়ার তথ্যার সত্যতা নিশ্চিত করেছেন।