ডলারের দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদন ও বিপণনে তারতম্য হচ্ছে : প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুতের উৎপাদন ও বিক্রির মধ্যে অনেক তারতম্য হচ্ছে। এখন সরকারকে বিদ্যুতের ক্ষেত্রে ৫০ শতাংশ ভর্তুকি দিতে হচ্ছে। ধীরে ধীরে আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে বিদ্যুৎ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটি বিতরণ কোম্পানি এখন লোকসান দিচ্ছে। আমরা লোডশেডিং বন্ধ করতে পারতাম, কিন্তু ডিজেলের বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাইনি। কিছু তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রাখা হচ্ছে বিকল্প হিসেবে। যাতে কোনোটি বন্ধ হয়ে গেলে চালাতে পারি। তবে চুক্তি হচ্ছে কোনো ক্যাপাসিটি চার্জ থাকছে না।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে বিদ্যুতের ৬টি প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। মহেশখালী থেকে গ্যাসের আরেকটি সমান্তারাল পাইপলাইন করার জন্য আলোচনা হবে। প্রকল্পটি জি টু জি ভিত্তিতে করার জন্য চীনের সহায়তা চেয়েছি।