ফ্লাইওভারের গার্ডার ধস মামলায় আট আসামির ৭ বছরের সাজা
চট্টগ্রামে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসে ১৩ জন নিহতের ঘটনায় আট আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভুইয়া এ রায় ঘোষণা করেন।
২০১২ সালে চট্টগ্রামে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসের ঘটনায় ১৩ জনের প্রাণহানি ঘটে।
মামলার রায় ঘোষণার সময় অভিযুক্ত আট আসামি মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমস প্রকৌশলী প্রজেক্ট ম্যানেজার মো. গিয়াস উদ্দিন, প্রকৌশলী মনজুরুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাই, মো মোশারফ হোসেন রিয়াজ, পরিচালক প্রশাসন মো. শাহাজান আলী, আবদুল জলিল, আমিনুর রহমান ও রফিকুল ইসলামকে দুটি ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এ মামলায় ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী জানান, বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসের ঘটনায় করা মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সর্বোচ্চ শাস্তির অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি।
আদালত এ ঘটনার পর্যবেক্ষণে বলেছেন, দুটি প্রতিষ্ঠান দায় এড়াতে পারে না।
অপর দিকে ন্যায়বিচার পাননি বলে জানান আসামিদের আইনজীবীরা।