কোটার বিষয়টি আদালতে নিষ্পত্তি হোক : জনপ্রশাসনমন্ত্রী
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের বিষয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘আদালতের বিষয় আদালতে সমাধান হোক। বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার পর সরকার সবকিছু করতে প্রস্তুত আছে।’
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, ‘আগে আদালতে বিচারাধীন বিষয়টি শেষ হোক। এরপর আরও কিছু আলোচনার দরকার হলে, তা করতে আমরা সবসময় প্রস্তুত আছি। দেশের কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের সন্তানদের কল্যাণে যা করা লাগে, আমরা তা করব।’