কুমিল্লায় শিক্ষার্থী-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ২০
কোটাবিরোধী আন্দোলনের সমাবেশ করতে যাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আদোলনরত শিক্ষার্থীরা জানায়, আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ হিসেবে পাঁচ শতাধিক শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশ ও শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছে। আজ বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টায় আনসার ক্যাম্পের সামনে আবারও ধাওয়া-পাল্টাধাওয়ার শুরু হয়। এ সময় পুলিশ অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।