বগুড়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজনসহ চারজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) রাত পৌনে ৮টায় ঢাকা-বগুড়া মহাসড়কে শেরুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আজ রাত পৌনে ৮টায় শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই একই পরিবারের স্বামী স্ত্রী ও চার বছরের সন্তান নিহত হয় এবং আহত হয় তিনজন। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।
এ ঘটনায় ঢাকা-বগুড়া মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের আরিফুল ইসলাম (৩২), তাঁর স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (৪)। তিনি সেনা সদস্য, বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। অপরজন সিএনজি অটোরিকশাচালক তাড়াশ উপজেলার সেলুন গ্রামের নাসিম (৩০)।
আহতরা হলেন, শেরপুর উপজেলার ছোনকা গ্রামের গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ উপজেলার কাওছার আলী (২৩)।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম জানান, ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাক মহাসড়কের সেরুয়া বটতলায় পৌঁছালে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।