পুলিশের হামলার প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষার্থীদের মশাল মিছিল
কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
গত বৃহস্পতিবার কোটা বাতিলের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের বাধা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এই মশাল মিছিলের আয়োজন করা হয়।
মশাল মিছিলে শিক্ষার্থীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন’, ‘হুমকি দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘বুলেট দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’ ইত্যাদি স্লোগান দেয়।
মিছিল শেষে শাবিপ্রবির আন্দোলনের সমন্বয়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘আমরা কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছি। এতে এসএসসি পরীক্ষার্থী ও রোগীদের চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু গতকাল হঠাৎ পুলিশ দেশের বিভিন্ন স্থানে আমাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে। যত বাধাই আসুক আমাদের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব।’
নতুন কর্মসূচির বিষয়ে গালিব বলেন, ‘আগামীকাল শনিবার সমন্বয়কদের নিয়ে অনলাইন-অফলাইনে প্রতিনিধি বৈঠক রয়েছে। আমরা এখন জেলা-উপজেলায় আন্দোলনের জন্য প্রতিনিধি বাছাই করব। একই সঙ্গে পূর্ব ঘোষিত ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিও চলমান থাকবে।’