ছয় ঘণ্টায় এত তোলপাড় হয়ে যাবে বুঝতে পারিনি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন সফর থেকে ছয় ঘণ্টা আগে ফিরে এসেছি। কারণ আমার মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল অসুস্থ হয়ে পড়ে। চীন সফর থেকে দ্রুত ফিরে আসি। কারণ চীন সফরে আমাদের কাজ শেষ হয়ে যায়। এখন ঘোরাফিরা না করে দ্রুত ফিরে আসি। এটা নিয়ে এত তোলপাড় হয়ে যাবে বুঝতে পারিনি।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ রোববার (১৪ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এসব কথা বলেন।
চীন সফর থেকে শেখ হাসিনা আপসেট হয়ে ফিরেছেন ভারতের গণমাধ্যমে এমন মন্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারতের গণমাধ্যমে এসেছিল তা নিয়ে যদি আমাদের গণমাধ্যমে সংবাদ হয় তাহলে তো চলবে না।
প্রধানমন্ত্রী বলেন, আমি একজন মা, মেয়ে অসুস্থ। ছয় ঘণ্টার মধ্যে এত তোলপাড় হয়ে যাবে তাতো বুঝতে পারিনি। যারা সমালোচনা করে তাদের দৃষ্টিতে আমার সবই তো খারাপ। মেট্রোরেলে উঠে তারাই বলে দেশ সর্বনাশ হয়ে গেছে। গ্রাম এখন শহর হয়ে গেছে; সেটাও তারা বলে খারাপ। যারা জাতির পিতাকে হত্যা করেছে, দেশ রাজাকারদের হাতে তুলে দিয়েছে তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আসে যায় না।
গত ৮ জুলাই চার দিনের সফরে চীন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সফর সংক্ষিপ্ত করে ১০ জুলাই রাতে দেশে ফিরে আসেন তিনি।
সফরে প্রধানমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটিসহ ২০টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসব বিষয়ের বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।