চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন। গত ১০ জুলাই তার এনজিওগ্রাম করা হয় একটি বেসরকারি হাসপাতালে। পরে চিকিৎসকদের পরামর্শে তিনি সব ধরনের দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত ১০ জুলাই মহাসচিবের এনজিওগ্রাম করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় বিশ্রামে আছেন। এর আগে গত ৪ মার্চ শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসা নিতে সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। দেশে ফেরেন ২৩ মার্চ। তারপর দলের প্রায় কর্মসূচিতেই উপস্থিত থাকতেন তিনি। কিন্তু, ৮ জুলাইয়ের পর তাকে তেমন দেখা যায়নি।
সর্বশেষ ৮ জুলাই দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল। সেদিন চেয়ারপারসনের কার্যালয়ে চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্ক্রিম ‘প্রত্যয়’ বাতিলের আন্দোলন নিয়ে কথা বলেন। একইদিন তিনি দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন। ১১ জুলাই থেকে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে বিএনপির মতবিনিময় শুরু হলেও কোনো বৈঠকে তাকে দেখা যায়নি। তবে, গতকাল শনিবার (১৩ জুলাই) দলের একটি সভায় ভার্চুয়ালি অংশ নেন তিনি।