সায়েন্স ল্যাবে পাল্টাপাল্টি ধাওয়া, অতিরিক্ত পুলিশ মোতায়েন
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। ঢাকা কলেজের দিকে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। অপরদিকে, সায়েন্স ল্যাবের ওভার ব্রিজের পাশে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। চলছে ইট-পাটকেল নিক্ষেপ। শিক্ষার্থীরা একবার ধাওয়া দেয়, ছাত্রলীগ একবার। এক পক্ষের ধাওয়ায় আরেকপক্ষ দৌড়ে সরে যাচ্ছে।আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে এ দৃশ্য দেখা যায়। সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজসহ ধানমণ্ডি, মোহাম্মদপুর কেন্দ্রিক একাধিক কলেজের শিক্ষার্থীরা দুপুর থেকে সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছে। এরপর থেকে দুপক্ষ থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।
অন্যদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভকে ঘিরে যাতে অপ্রীতিকর কোনো পরিস্থিতির যাতে তৈরি না হয় সেজন্য ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পুরো এলাকায় দোকানপাট বন্ধ। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। থমথমে পরিস্থিতি।
জানা গেছে, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজ, মোহাম্মদপুরের গ্রাফিক্স আর্ট কলেজ, আইডিয়াল কলেজসহ একাধিক প্রতিষ্ঠানের বিপুল শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়েছে। তারা কোটা সংস্কার, আন্দোলনকারীদের ওপর হামলার বিচার দাবিতে স্লোগান দেন। বিক্ষোভ চলাকালে সায়েন্সল্যাব ট্রাফিক সিগনালে ছাত্রলীগের কর্মী সন্দেহে আন্দোলনকারীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে কয়েক ঘণ্টা ধরে এই এলাকায় সড়কে বসে বিক্ষোভ করায় আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মূল সড়ক পুরোটা ফাঁকা। সেখানে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা।