আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েনি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে, আমি এটা মনে করি না। আইনশৃঙ্খলা সঠিকভাবেই আছে।’
মন্ত্রী আজ মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়ে জানতে চাইল স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি কিন্তু ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি কিংবা ছাত্রদল—এগুলো আমি সংজ্ঞায়িত করছি না। ছাত্ররা হয়তো একদল পক্ষে রয়েছে, আরেক দল বিপক্ষে রয়েছে।’
মন্ত্রী বলেন, আন্দোলনের নামে কেউ ভাঙচুর করলে ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে আমরা তাদের কাউকে ছাড় দেব না। জনদুর্ভোগ সৃষ্টি করলেই, রক্ত ঝরালেই, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।