রাজধানীতে আহত আরেকজনের মৃত্যু
কালো জিন্স ও নেভি ব্লু রঙের টি-শার্ট পরা এক যুবককে অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা ৭টার দিকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু, কী কারণে তার মৃত্যু, তা জানা যায়নি। তবে তার মাথা ব্যান্ডেজ দিয়ে মোড়ানো ছিল।
আহত যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। আর যুবককে বহনকারী অ্যাম্বুলেন্সের হেলপার শাকিল সাংবাদিকদের বলেন, তারা তাকে ধানমণ্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে এসেছিলেন। প্রাথমিকভাবে ওই যুবককে মাথায় গুরুতর আঘাত নিয়ে ঢামেক হাসপাতালে স্থানান্তরের আগে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে সায়েন্সল্যাব এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ওই যুবক আহত হওয়ার কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে অ্যাম্বুলেন্স হেলপার জানান, তিনি কীভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, সে বিষয়ে জানেন না। তিনি বলেন, ‘আমরা ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছি।’