বাকৃবি বন্ধ ঘোষণা, প্রতিবাদে ভিসির বাসভবন ঘিরে বিক্ষোভ
শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় বন্ধের খবর পেয়ে ক্ষোভে উত্তাল হয়ে ওঠেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে এবং বিশ্ববিদ্যালয় বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন শিক্ষার্থীরা। পরে বিকেল সোয়া ৪টার দিকে মিছিল নিয়ে ভিসির বাস ভবনের সামনে গিয়ে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধের প্রতিবাদে ভিসির বাসভবন ঘিরে বিক্ষোভ এবং কোটাবিরোধী স্লোগান দেন শিক্ষার্থীরা।
বাকৃবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আজ বুধবার বাকৃবির সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৮ জুলাই দুপুর ১২টার মধ্যে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ‘সবাইকে বাধ্যতামূলক হল ত্যাগ করতে হবে।’