তলবে সাড়া দেয়নি ফেসবুক-ইউটিউব
সরকারের তলবে সাড়া দেয়নি মেটার তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এবং ইউইটিউব। তবে ব্যাখ্যা দেবে বলে জানিয়েছে টিকটক।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলনকক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সরকার বাংলাদেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ করে রেখেছ। এ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করেছিল।
আজ মঙ্গলবারের মধ্যে তাদের জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল সরকার। সেইসঙ্গে পাশাপাশি বুধবার (৩১ জুলাই) ফেসবুক, টিকটক ও ইউটিউবের প্রতিনিধিদের সশরীরে বিটিআরসিতে হাজির হতে নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। তবে শুধু টিকটকের পক্ষ থেকে ই-মেইলে জবাব দিয়েছে। ইউটিউব ও মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ) বিটিআরসিকে এখনও পর্যন্ত কোনো জবাব দেয়নি বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।