বাইকচালকদের হেলমেট ও কাগজপত্র নিয়ে বের হওয়ার আহ্বান শিক্ষার্থীদের
গত সোমবার স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে পুলিশ বাহিনী দায়িত্ব পালন থেকে বিরত রয়েছে। গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) থেকে চাঁদপুর শহরের সড়কগুলোতে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এ কাজটি খুবই প্রশংসিত হচ্ছে সর্বমহলে। তবে তারা বাইকচালকদের হেলমেট ও কাগজপত্র নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
আজ বুধবার সকাল থেকেই শিক্ষার্থীদের শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্র্যাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে দেখা গেছে।
শহরের ষোলঘর, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, বাস স্ট্যান্ড, ইলিশ চত্বর, স্টেডিয়াম রোড, মিশন রোড, ছায়াবানী মোড়, কালিবাড়ী এলাকা ঘুরে দেখা যায় বহু শিক্ষার্থী ট্রাফিকিংয়ের দায়িত্ব পালন করছে।
চেয়ারম্যান ঘাট এলাকা ও বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বপালনকারী তিন শিক্ষার্থীর সঙ্গে কথা হয় দায়িত্ব পালন বিষয়ে। তারা বলেন, ‘আমরা নিজদের দায়িত্ববোধ থেকে কাজ করছি। আশা করছি চালকরা নিয়ম মেনে চলবেন। সে চেষ্টা করছি। আমাদের বিশেষ আহ্বান থাকবে এখন থেকে বাইকচালকরা হেলমেট ও কাগজপত্র নিয়ে বের হবেন। অন্যান্য পরিবহণের চালকরাও নিয়ম অনুসরণ করবেন।’