বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের জগন্নাথপুর এলাকায় যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তেলবাহী ট্যাঙ্কলরির চালক শাহাদৎ হোসেন এবং বাসের যাত্রী সানাউল্লাহ। এ সময় আহত হয়েছেন অন্তত ১০জন। আহতদের ঠাকুরগাঁও ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। মোজাম্মেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নৈশকোচ শ্যামলী পরিবহন এবং ঢাকাগামী তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি।

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও